ছোটদের কথা
ছোটদের কথা
নববর্ষ এলে পরেই
স্বপ্ন জাগে মনে,
সব মলিনতা ধুয়ে যাক
শান্তি আসুক প্রাণে।
সব অভিমান মুছে যাক
দুঃখ যাক দূরে—
আনন্দ আর ভালবাসায়
মনটা থাকুক ভরে।
হাতে হাত রেখে সবাই
চলব একসাথে,
শান্তির খোঁজে এগিয়ে যাব
এই জীবনের পথে।
কেউ কখনো হব না পর,
এই আমাদের পণ,
আন¨কে করব সাথী,
দুঃখ ভুলবে মন।