ছোটদের কথা
ছোটদের কথা
দুচোখ জুড়ে আগুন ছিল,
মশাল ছিল বুক জুড়ে,
দিন বদলের স্বপ্ন ছিল
বাতাস ছিল উত্তুরে!
ভেজাল ভরা সমাজটাকে
শুদ্ধ করার অঙ্গীকার
নিয়েছিল দৃপ্ত কিশোর,
স্বপ্ন ছিল সঙ্গী তার।
দুঃখীজনের দুঃখ ছুঁয়ে
মনের ভিতর জমত ভার
মানুষ-মানুষ বিভেদ দেখে
হিং-টিং-ছট প্রশ্ন তার!
মুখ বুজে শ্রম দিতেন যারা
অবহেলায় ভরতো বুক,
আগুন পাখি এই কিশোরই
গর্জে ওঠা তাদের মুখ!
ভবিষ্যতের শিশুর জন্য
সুস্থ দিনের জলছবি
দুচোখ ভরা শপথ নিয়ে
এঁকেছিল সেই কবি,
কিশোরবেলা যেই পেরোলো
হারিয় যাবে, কে জানত!
আমাদের সেই কিশোর কবি
সেই আমাদের সুকান্ত!