ছোটদের কথা
ছোটদের কথা
সর্বদা শঙ্কিত মন, ক্ষুদ্র স্বার্থ আস্ফালন করে,
কুণ্ডলী পাকানো সাপ ফণা তুলে প্রতি ঘরে-ঘরে।
মানুষের মনে নেই, কৃষ্ণচূড়া স্মরণ জাগায়;
রক্তাক্ত শাণিত ছবি ছিন্নভিন্ন করে জনতায়।
হঠাৎ খবর পাই, কোলাহল স্তব্ধ হয়ে আসে,
বৈশাখের দগ্ধ দিন কাঁপে যেন উত্তপ্ত বাতাসে।
যাদবপুরের মাঠে শিরিষের ছায়া দীর্ঘ হয়
বেলা পড়ে আসে, দেখি মেঘ আনে পরম বিস্ময়।
আজকে দাঙ্গার নীতি, কীটজীর্ণ বিবর্ণ জীবন,
কিশোর কবির মৃত্যু, দীর্ঘশ্বাসে ভরা প্রতিক্ষণ।
ক্লান্তি আর অবসাদ অন্ধকারে ঘোরে চতুর্দিকে
জীবন যৌবন সব রঙহীন অবাস্তব ফিকে।
অকস্মাৎ মনে হয় মেঘে মিশে নবধারাজলে
তোমার চিতার ছাই রাশি রাশি সোনার ফসলে
ঝরবে বাংলার ক্ষেতে, মজুরের কৃষকের গানে
আবার বাঁচবে তুমি এ-মাটির উদ্দাম আহ্বানে
সৌজন্য : সুকান্ত বিচিত্রা, বিশ্বনাথ দে সম্পাদিত