ছোটদের কথা
ছোটদের কথা
রিমঝিম সারাদিন পড়ে শুধু বৃষ্টি—
ভাবি বসে হায় হায় এ কী অনাসৃষ্টি!
পথঘাট থই থই জল জমে রাস্তায়,
ভিজে ভিজে তাই আজ ইস্কুলে যাওয়া দায়।
ঘরে বসে সারাদিন একা একা কী যে করি,
বর্ষাটা ভালো নয়, বিচ্ছিরি! বিচ্ছিরি!
হুড়োহুড়ি নেই আজ কাজ-টাজ বন্ধ,
ঘরময় ম’ ম’ করে খিচুড়ির গন্ধ।
বাগানের গাছপালা বৃষ্টিতে ভিজছে,
আকাশটা মাঝে মাঝে হাঁকডাক দিচ্ছে।
কদমের ডালে ডালে কত ফুল ফুটল,
নদীপারে কাশবন ওই জেগে উঠল।
তার মানে সাদা মেঘ আকাশেতে ভাসবে,
বাতাসেতে সুর তুলে আশ্বিন আসবে।
শরৎকে ডাক দিয়ে চলে যাবে বর্ষা,
সবুজ পৃথিবী পেতে বর্ষাই ভরসা॥