ছোটদের কথা
ছোটদের কথা
স্বাধীনতা, তোমার অধিষ্ঠান...
দেবদেবীর কৃপা লাভের মত,
তুমিও সকলের আরাধ্য,
থাকো অদৃশ্য ভাবে নীরবে, অনুভূতিতে।
স্বাধীনতা, তোমার ব্যাপ্তি...
নিরাকারে, মননে, চিন্তনে, জীবনে, অন্তরে,
প্রথা-নিয়মের বেড়াজালে থেকেও,
বুঝিয়ে দাও কর্তব্য, দায়িত্ববোধকে।
স্বাধীনতা, তুমি এসো...
বিরাজমান থাকো স্থায়িত্ব দিয়ে,
শৃঙখলামুক্ত করো, দাসত্ব ঘোচাও,
কখনো রক্তপাতের, কখনো অহিংস পথ ধরে।