ছোটোদের কথা
ছোটোদের কথা
চুপ চুপ ওই দেখ
শব্দরা ঝরছে,
খোকা খুকু মন দিয়ে
সবকটা পড়ছে।
ওরা জানে কোনখানে
বন বন চরকি
ঘোরে রোজ, রোজ রোজ
আসে তোর ভোর কি?
ওরা আনে সব ভোর
শব্দর খেলাতে,
চল চল দল বেঁধে
ছোটদের মেলাতে।
ছুঁয়ে দেখি ছোটদের
ছোট ছোট মনকে
ওরা কত ভালোবাসে
প্রতি অনুক্ষণকে।
ওরা ঠিক পারবেই
বাংলাকে বাঁচাতে,
তাক ধিনা ধিন তাক
সূর্যকে নাচাতে।