ছোটোদের কথা
ছোটোদের কথা
আজকে তোমরা হয়তো ছোট আছ,
দেখতে দেখতে হয়ে যাবে সব বড়,
কত শত সব বিষয় নতুন নতুন
মাথার মধ্যে করবে সবাই জড়ো।
চিনবে সবাই নিজের মাটির টান,
বুকের ভিতর সেই টান আগলিয়ে,
চোখ মেলবে সাত সাগরের দিকে,
সাজাবে পৃথিবী একসাথে কাঁধ দিয়ে।
চলার পথে কথাখানি মনে রেখো,
দেশ শুধু নয়, যে ভাষায় ডাকো ‘‘মা’’
সে ভাষাকে যেন কখনো যেও না ভুলে,
তাকে ছেড়ে পথে, কখনো ফেলো না পা!