ছোটোদের কথা
ছোটোদের কথা
সবুজ শাড়ির উড়ছে আঁচল রামধনু রঙ পাড়
কী অপরূপ গ্রামটি আমার অপরাজিতার হার।
নদীর কূলে দীঘির জলে মন মাতানো গান
ছড়িয়েছে সুর সারাজীবন ভরেছে মনপ্রাণ।
নীল আকাশে নীলসাগরে শুভ্র মেঘের ভেলা
আবীর মাখা অশোক শিমূল কৃষ্ণচূড়ার খেলা।
রাখাল ছেলের বাঁশির সুরে ঝর্ণা যেন ছোটে
মৌ ঝুর ঝুর মহুয়া ফুলের মিষ্টি হাসি ঠোঁটে।
ঘাসে ঘাসে মুক্তা শিশির ছড়িয়ে আছে মাঠে
খিল খিল খিল হাসির আওয়াজ ঘুম জাগানো রাতে।
সাতনরী হার রামধনু আর হাজার স্মৃতির মালা
গ্রামের বুকে স্বপ্নে সুখে হাসিখুশির পালা।