ছোটদের কথা
ছোটদের কথা
একদিন খুব ভোরবেলা উঠে
ঘুম থেকে তুমি ছুটলে—
পাশের বাগানে ছুটে চলে গিয়ে
ফুলেদের দলে জুটলে।
ফুলেরা তোমাকে এতো কাছে পেয়ে
খুব খুশি হয়ে মনে
বললে তোমায়—‘‘রোজ চলে এসো
আমাদের এই বনে।’’
তাদের ফোটার ছ¨টুকু
যতখানি তুমি লুটবে—
ততই তুমিও ফুলেদের মতো
ফুল হয়ে ঠিক ফুটবে।
পাখিদের কাছে গিয়ে যদি চাও
ওড়ার গল্প শুনতে—
তাহলে তোমাকে জানতেই হবে
স্বপ্নের জাল বুনতে।
পাখিদের কাছে শিখে নিও তুমি
ইচেছর ডানা জুড়তে,
তাহলে তো তুমি পারবেই ঠিক
পাখিদের মতো উড়তে।
ভাবছো এসব কল্পনা শুধু
যা বলছি সব মিথ্যে!
কল্পনা নয়, জানতে তো হয়
সব সত্যিটা জিততে।
স্বপ্ন দেখার ইচেছ তোমার
সত্যিই যদি থাকে,
একদিন জেনো দুটো হাত ভরে
ধরেছো স্বপ্নটাকে।