ছোটদের কথা
ছোটদের কথা
যেই পেয়েছি সাদা কাগজ
আকাশ দিলাম এঁকে—
তারপর যেই নদী আঁকি
চললো এঁকে বেঁকে।
হঠাৎ দেখি নদীতে এক
নৌকো চলে ভেসে
হাঁসের দল করছে খেলা
মাঝ-নদীতে এসে।
আকাশেতে ওড়ায় ঘুড়ি
লাটাই হাতে ছেলে
দেখছে কেমন মুগ্ধ হ’য়ে
নয়ন দুটি মেলে।
নদীর পাশে খেলার মাঠে
খেলছে ছেলেমেয়ে
একটি চিল সঙ্গী ক’রে
দেখছে আকাশ চেয়ে॥