ছোটদের কথা
ছোটদের কথা
ছাগল বলে ছাগলী
তুই একটা পাগলী,
মানুষ গুলোর স্বভাব চরিত
ফালতু কেন চাখলি।
মানুষ গুলোর কথারও নাই
কাজেরও নাই ঠিক,
কখন তারা ঘাতক আবার
কখন রোমান্টিক।
বত্তৃতাতে মানুষরা চান
হিংসার অবসান
আমাদের এই মাংস আবার
আরাম করে খান।
নিজের দোষে মানুষেরা সব
আঁধার দেখেন চক্ষে
ভাগ্যি আমরা হইনি মানুষ
এই আমাদের রক্ষে।