ছোটদের কথা
ছোটদের কথা
মেঘ ঝুমঝুম বৃষ্টি ফোঁটা
উপুর ঝুপুর নামে,
গাছগাছালির পাতায় পাতায়
রুক্ষ মাটির ঘামে।
উঃ বাবারে! কী দিন গেল!
হলাম ভাজা ভাজা!
সূয্যিমামার প্রবল রোষে
সে এক বটে সাজা!
আম, জাম আর কাঁঠাল, লিচু
নেহাত ছিল তাই,
বৈশাখ আর জষ্ঠি তোদের
সহ্য করে যাই।
কালবোশেখির বাজ পড়লে
বেজায় লাগে ভয়,
যদিও হঠাৎ বৃষ্টি ঝড়ে,
আরাম খানিক হয়।
তবুও কী আর ঐটুকুতে
তেষ্টা মেটে মাটির!
তাই তো থাকে অপেক্ষাতে
মেঘের শীতলপাটির!
অবশেষে সূয্যিমামাও
কষ্ট সবার বোঝে।
এদিক ওদিক সাগর নদীর
জলকণাদের খোঁজে।
তারপরে সব জড়ো করে
আকাশ ঢাকে মেঘে,
তাপ জুড়িয়ে বৃষ্টি নামে
রিম ঝিম ঝিম বেগে।
সারাটা দিন জল থৈ থৈ,
এই নামে, এই থামে,
নীল পেয়েছে ছুটির চিঠি
মেঘলা রঙের খামে।
মনের সুখে ভিজছে মাটি,
সাজো সাজো রব,
আশ মিটিয়ে ভিজছে চাতক,
আজ যেন উৎসব।
কদম ফুলের দোদুল দোলায়
মন যে ওঠে মেতে!
সোনার ফসল বোনে চাষী
সবুজ ছাওয়া ক্ষেতে।
দোল দিয়ে যায় খুকু বাতাস
ধানের শিষে শিষে,
মেঘ খোকারাও খেলতে আসে
বৃষ্টি ফোঁটায় মিশে!
সারাটা দিন টাপুর টুপুর
রিম ঝিম ঝিম গান,
বর্ষা রাণী তান ধরেছে,
সবাই পাতো কান!