ছোটদের কথা
ছোটদের কথা
আকাশ বাতাস ভরিয়ে কবে
মা বলে তুই ডাকবি?
টলোমলো দুইটি পায়ে
দৌড়ে কাছে আসবি?
একটি দুটি আধো বুলি
ভরিয়ে দেবে মন,
কথায় কথায় গল্প করে
কাটবে খুশির ক্ষণ!
ছোট্ট ছোট্ট দুইটি হাতে
জড়িয়ে ধরে গলা,
আদর মেখে চলবে যত
মনের কথা বলা!
ছোট্ট শিশুর ছোট্ট বুকে
ঘুমিয়ে থাকে স্নেহ,
একদিন ঠিক মেঘের ভেলায়
পাল তুলবে সেও!