ছোটদের কথা
ছোটদের কথা
শ্রাবণ এলো গগন ঘিরে
মেঘের আনাগোনা,
মধুর সুরে ডাকছে কেকা
যায় বুঝি গো শোনা।
আকাশ বুকে অসীম সুখে
পেখম তুলে নাচে,
বনদেবীর রূপের ডালি
তারেই শুধু যাচে।
চিকন কালো মেঘের রাশি
তাইতো ছুটে এলো,
পথ হারিয়ে এখন ওরা
ঘুরছে এলোমেলো।
ছুটছে সে তাই আকাশ জুড়ে
ছড়িয়ে কালো চুল,
বাতাস এসে দোলায় তারে
খোঁপায় গোঁজে ফুল।
বকের পাঁতি উঠল মাতি
খুশির কলতানে,
নীরব প্রাণে আনলো ভাষা
পাখির গানে গানে॥