ছোটদের কথা
ছোটদের কথা
প্রতি বছর বর্ষা বুড়ি
তরতরিয়ে আসে
মাটির দেশে কাদা মেখে
খিলখিলিয়ে হাসে।
আষাঢ়-শ্রাবণ দুটি মাস
ভালোই লাগে তার
বৃষ্টি নূপুর পরে হাঁটে
মুখ করে না ভার।
মেঘ পরীরা সঙ্গে থাকে
তাল ফুলুরির লোভে
তার চুলেতে কদম কেয়া
কী সু¨র শোভে।
ঘ্যাঙর ঘ্যাঙর ব্যাঙ ডাকে
বর্ষার লাগে ভালো
রাতের বেলা গাছে গাছে
জ্বলে জোনাকি আলো॥