ছোটদের কথা
ছোটদের কথা
বর্ষা এল, বর্ষা এল
রিমঝিমঝিম ধারা,
বৃষ্টিপাতের ফোঁটায় ফোঁটায়
মন যে মাতোয়ারা।
আষাঢ় মেঘের ঘনঘটায়
গুরু গুরু ডাকে,
ঝিলিক মারে আকাশটা ওই
পলকেরই ফাঁকে।
সবুজ সবুজ গাছগুলো সব
আনন্দেতে দোলে,
দোয়েল শালিক খেলা করে
প্রকৃতির কোলে।
এই সময়ে ইচছা করে
গাই বর্ষার গান,
কোমর বেঁধে চাষীরা তাই
পোঁতে যে বীজধান।
ক্ষেতে ক্ষেতে বয়ে বেড়ায়
হালকা হালকা হাওয়া,
দুঃখ শেষে হবেই জেনো
সুখের নৌকা বাওয়া।