ছোটদের কথা
ছোটদের কথা
আমরা নেহাৎ ছোট্ট বটে
তোমরা কতো বড়ো,
শাসন স্নেহ ভালোবাসায়
হাতটা তবে ধরো।
আমরা থাকি অন্ধকারে
তোমরা ধরো আলো,
তোমরা ভালো হলেই তবে
আমরা হবো ভালো।
রোদ গরমে বৃষ্টি ঝড়ে
তোমরা ধরো ছাতা,
সঠিক পথে পা বাড়াতে
তোমরা সাহস দাতা।
তোমরা যে রথ চালাও জোরে
আমরা তাতে চড়ি,
তোমার দেওয়া শিক্ষা নিয়ে
জীবনটাকে গড়ি।