ছোটদের কথা
ছোটদের কথা
২১শে জুন ২০২৫, সকাল ১০টায় দশঘরায় ‘ছোটদের কথা’র আজীবন সদস্য, কবি, শিল্পী অচিন্ত্য বন্দ্যােপাধ্যায়ের বাড়িতে এক ঝাঁক শিশু-কিশোর ও তাদের মায়েদের নিয়ে অনুষ্ঠিত হল এক মনোজ্ঞ সাহিত্য আসর। উপস্থিত ছিলেন ‘ছোটদের কথা’র কার্যকরী সম্পাদক ধীরেন্দ্রনাথ সুর, কর্মাধ্যক্ষ হিমাদ্রি চৌধুরী, ছোটদের কথা’র আজীবন সদস্য এবং ছোটদের কথা’র দীর্ঘদিনের লেখক সতীরঞ্জন আদক, বিজন গঙ্গোপাধ্যায়, বিজন দাশ। এঁরা উপস্থিত ছোটদের ‘ছোটদের কথা’ পত্রিকায় নিয়মিত নিজেদের লেখা কবিতা, গল্প, ছবি ছোটদের কথার ‘হাতে খড়ি’ বিভাগে পাঠাতে বলেন।
এরপর ‘ছোটদের কথা’র শীত সংখ্যার প্রচছদ শিল্পী দশঘরা উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী অনুষ্কা ঘরামীকে উৎসাহ জ্ঞাপক সম্বর্ধনা দেওয়া হয় ‘ছোটদের কথা’ পত্রিকার পক্ষ থেকে।
অঞ্চলের বিভিন্ন স্কুল থেকে আসা ক্ষুদে উৎসাহীদের মধ্য থেকে আবৃত্তি করে শোনায় রশ্মি সুলতানা, অনুষ্কা ঘরামী, এঞ্জেলিনা ঘরামী, অঙ্কন মণ্ডল, দেবস্মিতা পাখিরা, শিবম রায়, অর্ণবী সাহানা, অরূপা সাহানা, দীপ্তাভা দে, আত্মজা দাস, মৌসুমী ঘোষ, নীলাশা দাশ।
উপস্থিত সকলের হাতে ছোটদের কথার বিভিন্ন সংখ্যা তুলে দেওয়া হয়। তার সঙ্গে সকলের হাতে কেক, চকলেটের টিফিন দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় সহযোগিতা করেন শাশ্বতী রায়।
বিশিষ্ট কবি বিজন গঙ্গোপাধ্যায়, অনুষ্কার হাতে স্মারক ও বই তুলে দিচ্ছেন। সাথে রয়েছেন কবি বিজন দাস, ধীরেন্দ্রনাথ সুর।
বক্তব্য রাখছেন অচিন্ত্য বন্দ্যােপাধ্যায়