ছোটদের কথা
ছোটদের কথা
২০শে জুন ২০২৫, সকাল ১০টায় শিশু নিকেতন স্কুলে ‘ছোটদের কথা’ পত্রিকার পক্ষ থেকে শিশু শিল্পী বর্ধমান মহারাণী অধিরাণী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মোহনা বিশ্বাসকে ‘ছোটদের কথা’র মে, ২০২৫ এবং জুন, ২০২৫-এর প্রচ্ছদ শিল্পী হিসেবে ছোটদের কথা’র পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। মোহনার হাতে স্মারক তুলে দিচ্ছেন বর্ধমানের বিশিষ্ট শিল্পী কুশল বণিক, সঙ্গে রয়েছেন ছোটদের কথা’র কার্যকরী সম্পাদক ধীরেন্দ্রনাথ সুর এবং শিশু নিকেতন ইংরেজি বিভাগের প্রিন্সিপ্যাল জয়শ্রী দত্ত।