ছোটদের কথা
ছোটদের কথা
তৃতীয় শ্রেণি, বর্ধমান শিশু নিকেতন স্কুল, ইংরাজি বিভাগ
আমার মায়ের একটি ফুলের বাগান আছে। সেখানে অনেক ফুল ফোটে। আমার ঠাম্মি ও আমি রোজ সকালে বাগানে ফুল তুলতে যাই। আমার মা আর আমার বাবা গাছের যত্ন নেয়। আমি গাছগুলোকে খুব ভালোবাসি। আমার পছন্দের ফুল হল নয়নতারা, তার রং সাদা ও গোলাপী। আমাদের বাগানে আরো বিভিন্ন ফুল গাছ আছে। ফুলগুলো আমার বন্ধুর মতো। আর আমার মায়ের কাছে গাছগুলো সন্তানের মতো।