ছোটদের কথা
ছোটদের কথা
কবি পরিচিতি : সুনির্মল বসু কবি ও শিশুসাহিত্যিক। তাঁর জন্ম ২০ জুলাই ১৯০২, তৎকালীন বিহার বর্তমানে ঝাড়খণ্ডের জেলা শহর গিরিডি। মৃত্যু ২৫ ফেব্রুয়ারি ১৯৫৭, ঢাকুরিয়া, কলকাতা। তাঁর দুটি বিখ্যাত কবিতা—
আকাশ আমায় শিক্ষা দিল
উদার হতে ভাইরে,
কর্মী হবার মন্ত্র আমি
বায়ুর কাছে পাইরে।
পাহাড় শিখায় তাহার সমান
হই যেন ভাই মৌন মহান,
খোলা মাঠের উপদেশে
দিলখোলা হই তাইরে।
সূর্য আমায় মন্ত্রণা দেয়
আপন তেজে জ্বলতে,
চাঁদ শিখালো হাসতে মিঠে,
মধুর কথা বলতে।
ইঙ্গিতে তার শিখায় সাগর,
অন্তর হোক রত্নআকর;
নদীর কাছে শিক্ষা পেলাম
আপন বেগে চলতে।
মাটির কাছে সহিষ্ণুতা
পেলাম আমি শিক্ষা,
আপন কাজে কঠোর হতে
পাষাণ দিল দীক্ষা।
ঝরনা তাহার সহজ গানে
গান জাগালো আমার প্রাণে,
শ্যামবনানী সরসতা
আমায় দিল ভিক্ষা।
বিশ্বজোড়া পাঠশালা মোর,
সবার আমি ছাত্র,
নানান ভাবের নতুন জিনিস
শিখছি দিবারাত্র।
এই পৃথিবীর বিরাট খাতায়
পাঠ্য যে সব পাতায় পাতায়
শিখছি সে সব কৌতূহলে
সন্দেহ নাই মাত্র।
চিড়িয়াখানা দেখতে যাবে পয়সা খরচ করে?
কেন কেন, জন্তু বুঝি দেখবে আমোদ ভরে?
জন্তু যদি দেখবে দাদা, চুপটি করে থাকো,
লোকালয়ের মাঝে পাবে, একটু নজর রাখো।
হেথায় আছে টাকার কুমীর, আছে নিরেট গাধা
পদলেহী কুকুর আছে, খুঁজলে পাবে দাদা।
কেউটে আছে, ছোবল দিতে সদাই তারা রত,
পাঁঠা, ছাগল, দামড়া, ম্যাড়া দেখবে ইতঃস্তত।
শেয়াল আছে, বানর আছে, ভিজেবেড়াল আছে
বাস্তুঘুঘু, তপস্বী-বক, ঘুরছে কত আছে।
দাঁড়কাকেরই মিলবে দেখা ময়ূরপেখম ধরা,
লক্কা কত পায়রা আছে বিলাসিতায় ভরা।
আরো কত জন্তু আছে বলতে কি আর পারি?
স্বার্থে যদি আঘাত লাগে জানবে স্বরূপ তারই।
সবাই আছে মুখোশ পরে একটু নজর রাখো
কষ্ট করে চিড়িয়াখানায় যেতেই হবে নাকো।