ছোটদের কথা
হোম
সূচি
আকাশ জুড়ে তারার মেলা
স্বপ্ন আঁকে মনে
আলোয় মালা গেঁথে আবার
জোনাক জ্বলে বনে
সবুজ পাতায় সবুজ ঘাসে
ভোরের শিশির ঝরে
হাস্নুহানা ফুলের গন্ধে
মনটা কেমন করে
ছাতিম ডালে নীলকণ্ঠ
আপন মনে ডাকে
জ্যোৎস্না ঝরা চাঁদের আলো
আল্পনা যে আঁকে।