ছোটদের কথা
ছোটদের কথা
আকাশটা তাঁর আপন ছিল
বাতাস ছিল প্রাণ;
সূর্য, চন্দ্র, তারায় দেখে
প্রাণে জাগত গান!
সে গান যেন সব মানুষের
মন ও প্রাণের ছবি;
সাগর, পাহাড়, অরণ্যকেও
করলো আপন কবি!
এমন কবি-ই বলতে পারেন—
‘সব দেশে আছে ঘর;
সকল দেশের সবাই আপন
কেহ নয় মোর পর!’
এই কবি তাই জয় করেছেন
বিশ্ব পুরস্কার;
সকল দেশের আমন্ত্রণ আর
শ্রদ্ধা নমস্কার!
বিশ্বমায়ের বীণায় বাজে
বাংলা মায়ের সুর;
কে বাজালেন? সে আমাদের
রবীন্দ্রনাথ ঠাকুর!!