ছোটদের কথা
ছোটদের কথা
হঠাৎ একদিন ঠিক হলো যে রবিবার সকালে বেরুনো হবে বর্ধমান চিড়িয়িখানার উদ্দেশ্যে। সকালবেলা খাবার-জল নিয়ে বেড়িয়েছি মা, বাবা, আমি, দিদি। বাসস্যান্ডে গিয়ে ৫:৪০-এর বাসে চেপে চললাম নবাবহাট। মনে হচ্ছিল যেন গাছ, পাখি, ফুল, সবই চলছিল আমার সঙ্গে সঙ্গে। তারপর নবাবহাটে নেমে ধরলাম টাউন সার্ভিস। দেখলাম শহুরে দোকান, মানুষজন। হুশ করে পৌঁছে গেলাম গোলাপবাগ। তারপর হাঁটতে হাঁটতে পেড়ুলাম বিশ্ববিদ্যালয়, বিদ্যালয়, কলেজ ইত্যাদি। তারপর টিকি কেটে ঢুকলাম চিড়িয়াখানায়। প্রবেশপথ সহস্র গাছপালা দিয়ে ভর্তি। আমি কিন্তু ঝালমুড়ি-বাদাম ভাজা ইত্যাদি খেয়েছি। আসল কথাই আসি সেখানে আমি প্রথমে দেখেছিলাম ময়ূর পাখি, শকুন, বাঁদর, গন্ডার ইত্যাদি। তারপর দেখলাম ও বাবা! কুমির, শজারুর গায়ের কাঁটা, বাঘ, চিতা, হরিণ, ভাল্লুক ইত্যাদি। উট পাখি দেখতেও বাদ হয়নি। অজগরও দেখেছি, বদরি পাখি, বুলবুলি, বাজ, চিল, একোরিয়ামে বিভিন্ন মাছও দেখেছি। বাঁদর কলা খাচিছল। জ্রেবা জিরাফ, পাহাড়ি ছাগল, রেডপান্ডা ইত্যাদি। আমার দিদি সিংহ দেখে অবাক। যখন বাড়ি ফিরছিলাম হাজারও বক, কাক, চড়ুই, কোকিল, বেনেবউ ইত্যাদি পাখির কিচিরমিচির লাস্ট টিপ ৭:৩০-এর বাস ধরে শহরকে টা-টা করে বাড়ি ফিরলাম। আমি কিন্তু বাসে চিপস, চকোলেট ইত্যাদি খেয়ে বাড়ি ফিরলাম।