ছোটদের কথা
ছোটদের কথা
চলো চলো চলো রে ভাই
সব পেয়েছির দেশে,
দেখি আমরা কোথা সে দেশ
রয় যে পথের শেষে।
যাক্ পড়ে থাক্ যারা ভীরু
রয় যারা সব পিছে,
‘আয় আয়’ পথ যায় যে ডেকে
থামিস না তুই মিছে।
পথে যেতে পাবো রে ভাই
হরেক জানার কথা,
ফেলা কিছু যাবে না তার
সে যে মানবতা!!