ছোটদের কথা
ছোটদের কথা
‘ক’ বিভাগের তৃতীয় স্থানাধিকারী, যুগ্ম
একটা সুন্দর সকাল। আমি হাঁটতে হাঁটতে বাগানে গেলাম। বাগানে একটা গোলাপ গাছে কুঁড়ি ধরেছে। আমি ওই কুঁড়ি ধরা গোলাপ গাছকে যত্ন করতে লাগলাম। একদিন সকালে গাছে জল দিতে এসে দেখি সেই কুঁড়ি ধরা গোলাপ বড়ো হয়ে উঠেছে। কী অসাধারণ দেখতে লাগছে। আনন্দে আমার মন নেচে উঠল। যেই না ওকে ছিঁড়তে গেলাম অমনি গাছটা বলে উঠল আমায় ছিঁড়ো না। আমি আরো অনেক সুন্দর সুন্দর ফুল দেব। আমি ভয় পেয়ে বললাম, কে কথা বলছে? তখন গাছ বলল, আমি। তখন বললাম, গাছ হয়ে তুমি কথা বলছ। গাছ বলল— হ্যাঁ। তখন আমি গাছকে বললাম, তুমি আমার বন্ধু হবে? গাছ বলল— হ্যাঁ। আমি চলে গেলাম। রোজ সকালে এসে ওই গাছে জল দিয়ে যেতাম। একদিন দেখলাম যে গাছটাতে অনেক ফুল ধরেছে। গাছটাকে দেখতে চমৎকার লাগছে! আমি ফুলগুলোকে না ছিঁড়ে যত্ন নিতে লাগলাম। একদিন সকালে হাঁটতে এসে দেখি যে গাছটা মরে পড়ে আছে। আমি কাঁদতে শুরু করলাম তারপর বুঝতে পারি, রোদের তাপের কারণে গাছটা মরে গেছে। তারপর আমি সেই গাছটাকে সরিয়ে আর একটা গোলাপ গাছ লাগাই। তারপর আমি প্রতিজ্ঞা করি যে জীবনে আর কোনো ফুল ছিঁড়ব না।