ছোটদের কথা
ছোটদের কথা
‘ক’ বিভাগের দ্বিতীয় স্থানাধিকারী, যুগ্ম
গতকাল আমি চিড়িয়াখানায় গিয়েছিলাম। সেখানে গিয়ে কত পশুপাখি দেখলাম। কত সুন্দর সুন্দর পাখি। স্কুলে গরমের ছুটিতে সবাই মিলে চিড়িয়াখানা যাওয়া একটি মজার কথা। আমরা গিয়েছিলাম কলকাতার চিড়িয়াখানায়। প্রথমবার আমি এই চিড়িয়াখানায় গিয়েছিলাম। সেখানে গিয়ে আমার খুবই ভালো লেগেছিল। আমার বাবা এলে খুব ভালো হত। বাবা খুব অসুস্থ। আমরা সব বন্ধুরা মিলে খুব আনন্দ করেছিলাম। তার সাথে ছিল আমার মা। মা আমাদের এই চিড়িয়াখানা নিয়ে অনেক গল্প বলল। মায়ের এই গল্পগুলি শুনে খুবই ভালো লাগল। এই প্রথমবার আমি কত পশু দেখলাম! এটি যেন একটি অজানা দেশ। কলকাতায় গিয়ে শুধু চিড়িয়াখানা নয় অনেক কিছুই দেখলাম। কত রঙিন পাখি দেখে আমার খুব ভালো লাগল। এছাড়াও সেখানে বাঘ, সিংহ, হাতি বিভিন্ন ধরণের পশু দেখলাম। সেগুলিকে দেখে আমার খুবই ভালো লেগেছিল। অনেক পশুকেই আমরা খাবার দিয়েছিলাম চিড়িয়াখানাতে গিয়ে। আমার খুবই ভালো লেগেছিল। আমি জানি না আবার কবে চিড়িয়াখানা যাব। চিড়িয়াখানার এই দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম। চারিদিকে পাখিরা কিচিরমিচির করছে। পাখির ডাক আমার খুব ভালো লাগে। ময়ূরের পালক আমার খুব ভালো লাগে। একসময় নাকি একটি বাঘ নিজের খাঁচা থেকে বেরিয়ে পড়েছিল তারপর নাকি সেই বাঘটি জঙ্গলে চলে গিয়েছিল, এটি আমার মা আমাকে বলল। আমি কোনোদিন এতো সুন্দর জায়গায় যাব এটি কল্পনাও করিনি। আমি কল্পনাও করিনি যে আমি কখনো এতো পশুপাখি দেখব। চিড়িয়াখানায় গিয়ে আমার খুবই ভালো লেগেছে। প্রথমবার আমি কুমির দেখেছিলাম। জঙ্গলে অনেক সময় ছোটো-বড়ো সাপ দেখি কিন্তু চিড়িয়াখানায় আমি অনেক বড়ো সাপ দেখলাম। এতো বড়ো সাপ দেখে আমি অবাক হয়ে গেলাম। এই চিড়িয়াখানাতে গিয়ে আমি অনেক কিছু দেখলাম যেগুলি আমি কখনও দেখিনি! এই চিড়িয়াখানাটি আমার খুব সুন্দর এবং খুবই ভালো লেগেছে।