ছোটদের কথা
ছোটদের কথা
‘খ’ বিভাগের দ্বিতীয় স্থানাধিকারী, যুগ্ম
একদিন আমি খুব খুশির সঙ্গে স্কুল থেকে ফিরছিলাম। আমার ঘর স্কুল থেকে একটু দূরে ছিল। আমি অতি দ্রুত ঘর ফিরছিলাম কারণ আমাকে মাস্টারমশাইয়ের কাছে পড়তে যেতে হত। আমি যখন মেন রাস্তায় পৌঁছালাম, তখন আমি এক খারাপ দৃশ্য দেখি। একটি বৃদ্ধ মানুষ সাইকেলে করে কিছু নিয়ে যাচ্ছিলেন তখন হঠাৎ এক ছেলে নিজের মোটর সাইকেল করে সেই বৃদ্ধ মানুষকে ধাক্কা দিল, তিনি রাস্তায় পড়ে গেলেন। যখন ছেলেটি সেই দৃশ্য দেখল তখন সে থতমত খেয়ে সেখান থেকে ভয়ে অতি দ্রুত পালিয়ে গেল। আমি সেই দৃশ্য দেখে তাড়াতাড়ি গিয়ে তার সাইকেল ও তার জিনিসপত্র তুলে দিলাম। তাকে আমি উঠতে সাহায্য করলাম, তাকে আমি নিজের ব্যাগ থেকে জলের বোতল বের করে দিলাম। তিনি একটু জল খেয়ে আমাকে দিলেন। আমি তার সঙ্গে একটু কথা বলে জানতে পারলাম যে ওই বৃদ্ধ মানুষটার কোনো ভুল নয় তিনি এক দোকান থেকে কিছু জিনিসপত্র কিনে ঘর নিয়ে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ সেই ছেলেটি অতি দ্রুত তাকে ধাক্কা দিয়ে চলে গেল। ওই বৃদ্ধ মানুষটার কোথাও আঘাত লাগেনি। আমার সঙ্গে কয়েকজন তার সাহায্য করল। আমার পথে সেই বৃদ্ধ মানুষটির ঘর। আমি তার ঘরে তাকে পৌঁছে দিলাম। আমি যখন ঘর যাচ্ছিলাম তখন ভাবছিলাম যে ওই ছেলেটি তাকে ধাক্কা দিয়ে চলে কেন গেল? সে ছেলেটি নিজের ভুল স্বীকার করে তার সাহায্য করতে পারত। এই প্রশ্নটি ভাবতে-ভাবতে ঘর পৌঁছে গেলাম। আমি নিজের জামাকাপড় সেরে এই প্রশ্নটি নিজের মায়ের কাছে আনলাম। তখন মা কিছুক্ষণ ভেবে বলে, সে ছেলেটি নিজে ভুলের ভয়ে, যে অন্য লোকে তার সঙ্গে কী করবে তাই ভেবে সে সেখান দিয়ে চলে গেল। আমার সেই আনন্দ আর আনন্দ থাকিনি। আমি সেখান থেকে শিক্ষা পেলাম যে, রাস্তায় দ্রুত গাড়ি চালানো উচিত নয় আর রাস্তার চারিদিকে তাকিয়ে গাড়ি চালাতে হয়। আমার টিউশন যেতে অনেক দেরি হয়ে গেল। সেটার জন্য আমাকে বকুনি শুনতে হল কিন্তু আমি অনেক আনন্দ পেলাম যে কাউকে সাহায্য করেছি।