ছোটদের কথা
ছোটদের কথা
আমাদের স্কুল থেকে নিয়ে যাওয়া হয়েছিল রমনা বাগান চিড়িয়াখানা। আমরা সকালে স্কুল গিয়েছিলাম এবং বাসে চড়ে আমরা রমনা বাগান চিড়িয়াখানা গিয়েছিলাম। বাসে আমরা অনেক আনন্দ হৈ হুল্লোড় করতে করতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা সবাই লাইন দিয়ে দাঁড়ায় এবং মাস্টারমশাইরা আমাদের নাম সহ গোনেন। আমরা সেখানে পৌঁছেছিলাম সকাল ৮টা ২৩ মিনিটে। আমরা লাইন দিয়ে ভেতরে প্রবেশ করি এবং একটি অন্তত সুন্দর পরিবেশ এবং পাখির কিচিরমিচির ডাক। ভেতরে ঢুকেই দেখি যে চারদিকে নেট দিয়ে ঘেরা ভেতরে তিনটি বাঘ এবং একটি বিশাল বড়ো বাঘ তারপর দেখি একটা বিশাল ভাল্লুক এবং আর একটা পুকুর ছিল চিড়িয়াখানার মধ্যে। সে ছিল তিনটে ছোটো ছোটো কুমির আর একটা প্রচুর বড়ো কুমির। মাস্টারমশাই বললেন যে এই কুমিরটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়ো কুমির এবং তাছাড়া দেখলাম ময়ূর পাখি, এমু পাখি, ডাক পাখি ইত্যাদি নানা ধরণের পাখি ছিল। তাছাড়া বাঁদর, সজারু তার গায়ে প্রচুর কাঁটা ছিল। আমাদের প্রচুর মজা হচ্ছিল কিন্তু দুঃখ সেখানে কাজ হওয়ার জন্য আমাদের পুরোটা ঘোরা হয়নি কিন্তু তবুও আমরা প্রচুর মজা পেয়েছি তখন বাজছিল দুপুর ২টো ৩০ মিনিট। এবার আমরা বাসে করে একটি হোটেলে গেলাম এবং সেখানে খাবার খেয়ে আমরা ৪টে ৪৫ মিনিটে বাসে চেপে বাড়ি আসি ৫টা ৩০ মিনিটে। সেইদিনটা ছিল আমার সব থেকে আনন্দ এবং খুশির দিন।