ছোটদের কথা
ছোটদের কথা
‘ক’ বিভাগের তৃতীয় স্থানাধিকারী
একদিন আমি আমার বাবা মায়ের সঙ্গে চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলাম। প্রথমেই আমরা তিনটে টিকিট নিয়েছিলাম। তারপর আমরা ভিতরে ঢুকে একটা সুন্দর বাঘ দেখলাম। বাঘটার নাম ছিল ডেনজার টাইগার, তারপর কিছুটা এগিয়ে গিয়ে একটা টিয়া পাখি দেখতে পেলাম। টিয়া পাখিটার নাম ছিল মিঠু, তারপর কিছুক্ষণ বসে ছিলাম, তারপর আবার এগিয়ে গিয়ে দেখলাম তিনটে কুমীর ছিল। একটা কুমীর ডাঙ্গায় আর দুটো কুমীর জলে। কুমীরের পাশের খাঁচাটাতেই ভাল্লুকের খাঁচা ছিল। তারপর আমরা ভাল্লুক দেখে সামনের একটা ফুল বাগানে গিয়ে বসলাম, ওইখানে অনেক ফুলের গাছ ছিল জবা, সূর্যমুখী, কৃষ্ণচূড়া, গোলাপ ইত্যাদি আরো নানারকম গাছ ছিল। তারপর আমরা আবার এগিয়ে গিয়ে দেখলাম ছয়টা বাঁদর খাঁচা থেকে বেরিয়ে গেছে। বাঁদরগুলো সব গাছপালা তছনছ করে দিয়েছে। সব মানুষ চিড়িয়াখানা থেকে বেরিয়ে গেছে। শুধু আমরাই ছিলাম, তারপর সব গাইডগুলো এসে বাঁদরগুলোকে ধরে খাঁচায় ভরে দিল। তারপর আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে একটা সুন্দর চিলপাখি উঠে যেতে দেখলাম। তারপর আমার মা, বাবা আর আমি বাড়ি চলে গেলাম।