ছোটদের কথা
ছোটদের কথা
গুটি গুটি নামছে শিশির হাতের পরে
ছুটি পেয়ে মেঘের ছানা ছুটছে ঘরে,
গাছের মাথায় নেচে বেড়ায় রোদের পাখি
পাতার আড়ে কাঠবিড়ালী নাচায় আঁখি।
মৃদুল বাতাস ফোটা ফুলের গন্ধ মাখে
মেঘের ছানা শান্ত জলে ছবি আঁকে,
তিড়িং বিড়িং ফড়িং নাচে কাঁচা বাঁশে
চামর দোলায় মাঠের শেষে ধবল কাশে।
মৌমাছিরা ঘুরে বেড়ায় আখের ঝাড়ে
শ্বেত বলাকা মেলছে ডানা নীলের পাড়ে।
কুমোর পাড়ায় ঠাকুর গড়ার পড়লো তাড়া
পড়ছে এবার চারিপাশে পুজোর সাড়া,
তাইনা দেখে পড়ার রুটিন দূরে ঠেলে
খুশির হাওয়া মাখছে গায়ে পাড়ার ছেলে।