ছোটদের কথা
ছোটদের কথা
অনেক দূরের আকাশ যখন ছড়ায় ভোরের আলো,
অন্ধকারের আকাশ তোমার সূর্য প্রদীপ জ্বালো।
অথই খুশি উঠবে দুলে তখন চতুর্দিকে,
অন্তবিহীন ইচ্ছে দেবো সবুজ পাতায় লিখে।
অন্তরে ঠিক শুনবো তখন পথ হারানোর সুর,
অমল আলোয় হারিয়ে যাবো অনেক অনেক দূর।
অদৃশ্য সব চিত্রগুলো পড়বে চোখে ধরা,
অবুঝ মনের স্বপ্নে জানি এই পৃথিবী গড়া।
অবাধ খুশির খেলায় তখন দুঃসাহসের সাঁকো,
অবলীলায় পেরিয়ে যাবো সবাইকে আজ ডাকো।
আমার এমন স্বপ্ন দেখায় নেই দাঁড়ি, নেই কমা,
অন্তবিহীন খুশিতে এই ছড়া পরিক্রমা।