ছোটদের কথা
ছোটদের কথা
আমার যদি থাকতো অবসর
বানিয়ে তবে ছোট্ট পুতুল-ঘর
রাঙিয়ে দিতাম চাঁপা-হলুদ রঙে,
জানলা-কপাট গেরুয়া হলে হয়
গাঢ় সবুজ তাই বা কেন নয়—
সাজিয়ে দিতাম আধুনিক এক ঢঙে।
রান্নাঘর ও শোবার ঘরের ধারে
পুতুলমনির নিজের একেবারে
থাকতো আরো ছোট্ট একটা ঘর,—
চুল বাঁধতো আয়না নিয়ে পাশে;
উঁকি মেরে রোদটা যেমন আসে—
সেই ঘরেই আসত পুতুল-বর।
পাড়ার নিমে, বলাই ও কুমকুম
নেচে-নেচে বাজাতো ডুমডুম
ছুটির দিন আর কিসে মজার হয়?
ছুটি কোথায়? রাজমিস্ত্রী, তাই
বাবার সাথে ঘর গাঁথতে যাই
পুতুল-ঘর তো আমার জন্য নয়!