ছোটদের কথা
ছোটদের কথা
মাটির ’পরে বকুল ঝরে
আজ চাঁদিনী সাঁঝে,
নীল আকাশে চাঁদটা হাসে
হাজার তারার মাঝে।
সাঁঝ পরীরা চাঁদের আলোয়
খুশির ছবি আঁকে,
দূরের পানে প্রহর গুনে
শিয়াল প্যাঁচা ডাকে।
আমবকুলের মধুর সুবাস
সাঁঝের বাতাস জুড়ে,
জোনাকিরা জ্বলে নেভে
বনের কাছে দূরে।
তুলসীতলায় প্রদীপ জ্বলে
শঙ্খ বাজে ঘরে,
ঠাকুর ঘরে স্নেহময়ী
মা রামায়ণ পড়ে।