ছোটদের কথা
হোম
সূচি
গাঁয়ের শোভা ফসল ভরা মাঠ,
রাঙাদিঘির শান বাধানো ঘাট।
গাঁয়ের শোভা মাটির ঘরে বাস,
বাড়ির পোষা ছাগল গোরু হাঁস।
খালের জলে কলমী-লতা গাছ,
ফাঁক-ফোকরে খেলছে ছোট মাছ।
দিনের শোভা সোনা রোদের আলো,
রাতের শোভা জোস্না বড়ো ভালো।