ছোটদের কথা
ছোটদের কথা
ফুল ছিঁড়েছি, ভুল করেছি, আবার মাটি খুঁড়ি,
ভালোবাসার রঙ মাখিয়ে জাগাই নতুন কুঁড়ি।
গড়তে পারি, ভাঙতে পারি, তাই অভিমান করি,
নীলাকাশে মেঘ ভাসে তো, সাজাই তাকে পরী।
দুঃখ-জয়ের পথ জানা নেই, বরণ করি তাকে,
তারই মাঝে চাঁদের পরাগ মনকে কখন ঢাকে।
মনে পড়ে দেখেছিলাম মেঘবলাকার পাখা,
সে যে আমার অনেক পাওয়ার রামধনুরঙ মাখা!
দিঘির জলে যখন নাচে রাঙা মেঘের ছায়া,
ব্যর্থ প্রাণেও জেগে ওঠে বেঁচে থাকার মায়া।
মেঠো পথে ধুলো-পায়ে অব্যাহত হাঁটা,
দৃপ্ত পায়ের আঘাত খেয়ে মূর্চ্ছিত সব কাঁটা।