ছোটদের কথা
ছোটদের কথা
শিশুরা ছোটো ফুলের কুঁড়ি
পাপড়ি মেলে ফুটুক।
আগামী দিন গড়বে, এই
শপথ গেয়ে উঠুক।
শিশুর হাতে থাকুক বই,
তারা উড়ুক মেলে ডানা।
শৈশবটা সুন্দর হোক,
শিশুশ্রম হোক মানা।
তারা শিখুক, পড়ুক, লিখুক,
মাঠে খেলুক নানান খেলা।
ইট ভাটায় কাজ নয় আর
ভাসাক খুশির ভেলা।