ছোটদের কথা
ছোটদের কথা
মজায় ভরা মাঠের ছড়া
কে নেবে আজ বলো,
সত্যি যদি চাও তা পেতে
মাঠের পানে চলো।
মাঠের ছড়া ছড়িয়ে আছে
মাঠেরই চারপাশে,
কুড়িয়ে নিতে চাও কি তুমি?
এসো মাঠের ঘাসে।
মাঠের ঘাসে ঝিলিমিলি
রোদের কণা ঝরে...
কাঠবেড়ালি এসে মাঠের
কত ছড়াই পড়ে।
ছড়ারা সব যায় ছড়িয়ে
অনেক অনেক দূর...
হাটতলার এই মাঠ পেরিয়ে
যায় যে শিমুলপুর।