ছোটদের কথা
ছোটদের কথা
বেকার যুবক রতনকাকু
একাই পড়ান
বাংলা, ইংরেজি, অঙ্ক—
ভূগোল, ইতিহাস,
পঁচিশ জনের ব্যাচে পড়ে
তবুও আমি পাস!
ক্রিকেটেও রান তুলি আর
ফুটবলে দিই পাস,
তবুও আমি পরীক্ষাতে
ভালোভাবেই পাস।
গন্ডা কতক স্যার নিয়ে সব
সামলাতে হাসফাঁস।
আমি কিন্তু শান্ত চিত্তে
শিখছি বারোমাস।
ঠাম্মা-দাদু ভালোই বাসে
বাবা, মারেন না চড় ঠাস,
কারণ আমি ব্যাচে পড়েও
ভালোভাবেই পাস!