ছোটদের কথা
ছোটদের কথা
গুছিয়ে রেখেছি বইখাতা সব
জানালা রেখেছি খুলে,
দেখছি কেমন প্রজাপতি বসে
ফুলগুলো ওঠে দুলে।
কলমিপুকুরে ঝিকমিকে রোদ
যেন বালিশের তুলো!
মাঠের দুপাশে ভেসে চলে যায়
ফুরফুরে মেঘগুলো।
শত খুশি আজ জড়ো হয়ে বুঝি
এসেছে আমার ঘরে
কারণ কী তার, বলছি তোমাকে...
না না না বলব পরে।
একটু তাকাও দূরে রাস্তাতে
চেয়ে দেখো কে যে আসে,
তাই না আমার মনপ্রাণখানা
খুশির সাগরে ভাসে।
শিউলিতলার ঝরা ফুলগুলো
যত্নে কুড়িয়ে রাখি,
ওই দেখো, দিদি ডাকছে আমাকে
শুনতে পেয়েছো নাকি?
ছ’মাস হয়েছে শ্বশুরবাড়িতে
গিয়েছিল দিদি চলে,
‘‘আয় ভাই’’ বলে চুমু খেয়ে সে তো
নেয়নি আমাকে কোলে।
আজকে আমার ভারি মজা, যাই
বলে আসি ছুটে মা’কে,
এই নাও তুমি ধরো তো বন্ধু
আমার এই বাঁশিটাকে।
ওই দইওলা দই দিয়ে যাও,
দিদি এসে গেছে আজ!
চারিপাশ জুড়ে তাই তো এমন
আনন্দময় সাজ!