ছোটদের কথা
ছোটদের কথা
মাগো, আমি তোমার কাছে জানাচিছ এক আর্জি
রাখা কিংবা না রাখাটা তোমার জেনো মর্জি।
সপ্তাহান্তে রবিবার মা একটি দিনই ছুটি
আঁকা ও নাচ, গান, কবিতার পিছেই মরি ছুটি!
ওদিন ছুটি দাও মা যদি নিজের জন্য রাখি
ছুটে খেলে আন¨ ফাগ একটু গায়ে মাখি।
ßুñলের দিনের চেয়েও মাগো রবিবারের ভোরে
আরও আগে তুলে দাও মা ডাকাডাকি করে।
স্বপ্নে যেই না পার হতে যাই তেপান্তরের মাঠটা
যেই না ধরি ঘুমন্ত ওই রাজকুমারীর খাটটা—
জিয়নকাঠি হাতে নিয়ে যেই ছোঁয়াতে যাই মা—
তোমার ডাকে ধড়ফড়িয়ে স্বপ্ন ভেঙে যায় মা।
রবিবারের সকালটা তাই চাচিছ তোমার কাছে
প্লিজ মা একটু ভেবো, যেন স্বপ্নগুলো বাঁচে।