ছোটদের কথা
ছোটদের কথা
শরৎ এলেই, ঝিকিমিকি
সোনা রোদের গান,
সবুজ দোলা ধানের খেতে
ধরছে কচি ধান।
শরৎ এলেই, কানাকানি
শাপলা শতদল,
নীলের দেশে মেঘের ছবি
আঁকছে নদীর জল।
শরৎ এলেই, মাতামাতি
দুলতে থাকে কাশ,
ঝরছে শিশির সারা রাতি
আদর মাখে ঘাস।
শরৎ এলেই, নাচানাচি
ছেলের হাতের বাঁশি,
আলোর ছটা জলে স্থলে
শিউলি ফোটা হাসি॥