ছোটদের কথা
ছোটদের কথা
ওহে খোকা, ওহে খুকি,
একবার ফিরে চাও,
খুলবো এবার খাবার ঝাঁপি,
বল কে কী চাও?
কী চাও? ঝালমুড়ি, সহযোগে
গরম তেলেভাজা?
হরেক রকম মিঠাই আছে
আছে তিলে খাজা।
আম কুচি, শসা কুচি
ঝুরি ভাজা টাটকা!
কাঁচালঙ্কা, কাঁচা পিঁয়াজ
ঘটি গরম ঝটকা।
ওহে খুকি কী কী চাই
গরম ঘুগনি, চানা...
কাঠি ভাজা, জিভে গজা
বেশি না, চার আনা।
খাচেছা বুঝি ভ্যাবাচ্যাকা,
কী ভাবছ পয়সা নাই?
সামনে আমার এসেই দ্যাখো
বলেই দ্যাখো কী চাই।
ওঃ! বিনে পয়সায় নেবে না
আছে আত্মসম্মান,
ঠিক আছে বাবা, ভরে দাও
কেউ হাসি, কেউ গান।
আর দেরি নয়, এবার আসি
ফিরতে হবে বাড়ি,
তোমরা সবাই ভালো থেকো
আবার আসবো তাড়াতাড়ি।