ছোটদের কথা
ছোটদের কথা
আমাদের দেশে আজ
পেতে পারো সব কাজ
শুধু মন প্রাণ দিয়ে
পড়াশোনা চাই রে।
কারা বলে, কিছু নেই
খুঁজে দেখো এখানেই
কবিগুরু, নজরুল
কোন দেশে পাই রে?
বই চোখে আলো দেয়
মন ভালো করে দেয়,
সোজা হয়ে হাঁটবার
পথ বলে বই রে।
বাঁচবার অধিকার
বই ছাড়া আছে কার
জীবনের শুরু, শেষ
বই বড় সই রে।