ছোটদের কথা
ছোটদের কথা
এক যে ছিল রাজা তার হঠাৎ হ’লো ব্যামো
মন্ত্রী কিছু ব’লতে এলেই বলেন, ‘‘তুমি থামো!’’
প্রজারা সব শান্ত শিষ্ট, বড়ই সাদাসিধে
রাজাকে নিয়ে ভাবনা শুধু, ভুলে পেটের ক্ষিধে।
এমন ক’রে রাজ্য চলে? সেকি অতই সোজা!
এত্ত বড়ো রাজ্য খানা, রাজার মাথায় বোঝা।
মন্ত্রী বলেন, ‘‘রাজামশাই, অভয় দেন তো বলি—
সেদিন দেখি একটি সাধু, ওই যেখানে পাঁচ গলি—
দিন রাত্তির ধ্যানে বসেন অশথগাছের তলায়,
আলতা রঙের কাপড় পড়েন, রুoাক্ষ গলায়।
বলেন যদি, তলব করি, আজকে তাকে ডাকি—
হুজুর যদি অসুস্থ হন, কেমন ক’রে থাকি!’’
রাজা বলেন, ‘‘রাণীর কথায় খেলাম তো ত্রিফলা
এখন দেখি ভালই আছি, জ্বলছে না আর গলা।
আমার দেশের গাছ-গাছড়ায় কতই ওষুধ ভরা
এক নিমেষে সাবাড় করি একশো তালের বড়া!’’