ছোটদের কথা
ছোটদের কথা
ছোট্ট নদী ছোট্ট নদী
চায় সে হতে ঢেউ আমোদি
ঢেউয়ের ফুলে নাচ তুলে চায়
দূরকে পাবার সুখ।
জলের ছ¨ে নাচবে বালি
চাঁদ সূর্যের চিকচিকালি
কাচরঙা তার স্বচছ জলে
দেখবে আকাশ মুখ।
এপার ওপার দুপার নিয়ে
দূরের সঙ্গে দূর মিলিয়ে
মাঠ পেরিয়ে বন পেরিয়ে
সুদূর পানে যাবে,
মেঘগুলো যে বড়ই কৃপণ
জল দেবে না করেছে পণ,
বালির চড়ায় হারায় নদী
জল কোথা সে পাবে।