ছোটদের কথা
ছোটদের কথা
মন ভালো না, আকাশ দেখি
জানলা খুলে বৃষ্টি,
নয়তো দেখি ফুলের শোভা
কী অপরূপ সৃষ্টি।
বৃষ্টি নাকি বাজায় ঢাকি
চড়ুই স্নানে মত্ত,
ডুবলে জলে রাস্তা ভয়ের
লুকিয়ে থাকা গর্ত।
স্রোতের জলে উজান চলে
মাছের মনে ফূর্তি,
বেড়ার ফাঁকে ব্যাঙের ডাকে
সাপের সে কী মূর্তি।
মেঘ বৃষ্টির মজার খেলা
ভরা শ্রাবণ মাসে,
ভাo মাসের হাল্কা মেঘে
রামধনুটি হাসে।
আশ্বিনে ওই নীল আকাশে
হালকা মেঘের দল,
ঢাকের সুরে আসছে পুজো
ঠাকুর দেখতে চল।