ছোটদের কথা
ছোটদের কথা
শরৎ মানে মেঘ ভাঙা রোদ,
শাপলা রাঙা বিল।
শরৎ এলে পদ্ম পাতায়
আনন্দ ঝিলমিল।
শরৎ মানে খুশির উড়ান,
সীমানা যার নাই!
শরৎ এলে মন বলে, চল,
শিউলি বনে যাই।
শরৎ মানে আকাশ জুড়ে
সাদা মেঘের ভেলা,
শরৎ এলে কাশের বনে
লক্ষ পরীর মেলা!
শরৎ মানে বুকের ভিতর
ড্যাম কুড়াকুড় বোল,
শরৎ এলে রোদ পেতে দেয়
সোনা রঙের কোল।
শরৎ মানে লম্বা ছুটি,
বইয়ের বোঝা থেকে!
শরৎ এলে দূরের পাড়ি
খুশির গন্ধ মেখে।
শরৎ মানে মা দুর্গার
আগমনী গান,
শরৎ এলে সেই সুরে যে
পাগলপারা প্রাণ!