ছোটদের কথা
ছোটদের কথা
রঙ দিয়ে কে তোমার গায়ে ফুটিয়েছে এই রূপ?
হাতের ছোঁয়া তুলির পরশ তাই দেখি নিশ্চুপ।
ছবির ভেতর গন্ধ থাকে ভালোবাসার মায়া।
হাজার ফুলের পাপড়ি জুড়ে শিল্পীমনের ছায়া।
প্রজাপতির মৃদু পাখায় রঙের সমাবেশে
দেখেছি কোন কারুকৃতি মন গিয়েছে ভেসে।
নদীর জলে সূর্য ডোবে কিংবা পাহাড় কোলে
তোমার যাদুর ছোঁয়া দেখি প্রাণের এ হিল্লোলে।
প্রকৃতি তার আপন খেয়াল আন¨ে উচছ্বাসে
রোজ দুবেলা একলা মনে এঁকেছে ক্যানভাসে।