ছোটদের কথা
হোম
সূচি
কূজনের
ভাঁজে ভাঁজে
শুনি গুনগুন,
দূর থেকে
ভেসে আসে
আজানের ধুন।
ঘাসে ঘাসে
সোনা রোদ
ঝিলমিল হাসে,
হিরেমোতি
দোল-দোল
ভোরের বাতাসে॥